তাল তমালের গপ্প হুনতে,
আইসে দেহি সক্কলে।
গৌরা চাঁদের হাসি দেইখা,
লাগে বড়ই ভালা রে।

কপত কপতী নাচে দেহি,
লাজ স্মরমের মাথা খাইয়া।
নয়া দামান আইসো ঘরে
দিমু দুধের লারুডারে।

ঝিঙে ফুলের বাহার দেইখা,
জ্বালা ধরে গায়ে।
আইলেন দেহি ব্যারিস্টার পোয়া
খডি খন্ডা ঝুলাইয়ারে।

পতুর বাপে সুর তোলে,
গানডা গাইবো বুলে।
ঠাহুর দেপতা নারাজ হইয়া,
ফিরল দেহি ঘরে।

গোপাল ঠাহুর অসহ্য বটে,
এই হলাহল দেখইয়া।
চানুর বাপে বিহা করে,
নয়া জামাই সাইজয়া।

পুটির মায়ে খুন্তি লইয়া,
পেটায় দেহি মাইয়ারে।
মাইয়া বুলে লাইন করে,
শঙ্কর মুদির পোলার লগে।

হরি হরি কইতে কইতে,
সরাই দেহি পুষ্প অন্ন, পায়েস।
কলির হাওয়াই বাধ ভাংছে
ভুরিওলা কর্তামশাই।

বুলিতে বুলিতে টাহার গরম,
করে দেহি মহাজন দা।
আরে বেটা মিথ্যা সংসারে,
তুচ্ছ টেহা,হারাইলে তোর পরাণডারে।

মরার আগেও টেহা টেহা কইরা,
ভুললি তমাল সুন্দররে।
লইতি যদি তার চরণ,
যাইতে পারতি বৃন্দাবন।

কলমে পূজা রায়, নন্দীবাড়ী, নওমহল,ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here