Tag: Rabindranath Tagore
অবাক রবীন্দ্রনাথ
ঘরের কোণে গুমরে কাঁদে পোড়ামুখী চাঁদ
ঘুলঘুলিতে উঁকি মারে অবাক রবীন্দ্রনাথ।
ফুটপাথেতে জন্ম নেয় মুষ্টিবদ্ধ হাত
প্রতিজ্ঞার মিছিল করে অসহায় রবীন্দ্রনাথ।
পরিচয় রক্তে নয় পরিচয় আজও জাত
অবিশ্বাসেও বিশ্বাস...
বাইশে শ্রাবণ
সেই যে শ্রাবণ এলো
আর ফিরে গেলো না
এখন সারা বছর জুড়েই শ্রাবণ মাস
সারা বছর জুড়েই অঝোর বৃষ্টি
সেই অঝোর বৃষ্টির বিজ্ঞাপনে ঝরে পড়ছো তুমিও
তবুও এখানে মাটি...