নারীদিবসে

0
1012
Photo : newsg24

নারী,

তোমাকে আমার মনের সুপ্ত চিঠি
কেমন আছো , তুমি ?
নারী দিবসের প্রাক্কালে স্বপ্নের শিখরে বুঝি তুমি-
আর আমার বৃদ্ধ বুকের আড়ালে শুধুই অনুতাপ
হারিয়েছি বুঝি তোমায় মেঘে ঢাকা সূর্যে-
হারিয়েছি বুঝি তোমায় শিশিরের সবুজ ঘাসে,
হারিয়েছি বুঝি তোমায় প্রেমপত্রের পাঁজরে,
হারিয়েছ তুমিও লাল লিপস্টিক আর
অর্ধনগ্ন খোলা পিঠের উল্কিতে,
এই শহরের গলিগুঞ্জের ফুটপাতে।
হারিয়েছে তোমার খোলা চুলে জুঁই ফুলের গন্ধ,
আর তুলসি-তলায় তোমার বন্ধ চোখের আবেদন
হারিয়েছি বুঝি মাঝগঙ্গায় ভালবাসার গান
নারী, হারিয়েছি তোমার কাজলের লিখন
হারিয়েছি এই বন্ধ বুকে তোমার হারিয়ে যাওয়া।
হারিয়েছ তুমিও আমার প্রেমে পড়া
হারিয়েছ তুমিও প্রেমিকের হাত ধরে ট্রামে চড়া
কেমন আছো , তুমি নারী ?
আজ স্বপ্নের ফেরিঘাটে সবাই অপেক্ষায়
নারী দিবসের শুভেচ্ছায় –
তবু নারী আজ আমিও যে তোমার অপেক্ষায়
ফিরে এসো নারী ফিরে এসো সপ্রতিভায়
ভেবেছিলাম পুড়িয়ে ফেলবো, উড়িয়ে দেব ছাই
তোমায় ফিরে পাবার এ যে আমারি ভালোলাগা
হারাতে চাই নিজেকে,বোঝাতে চাই তোমাকে-
কেন কানামাছি খেলি ?
এভাবে ফাঁকা পথে তোমার সাড়াএ বসে থাকি
কেমন আছো , তুমি নারী ?
ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে দেব আমি
তোমার সকল যা কিছু অসমাপ্ত-
ভোরের সাজানো গল্প, স্নেহ দিয়ে ঢাকা ঘর,
বালিশে ভেজা স্নানের সুগন্ধি মন।
সব , সবটা এই নীল আকাশে মনে রং মাখিয়ে
উদাসী থেকো না আর, নারী এস
আগের মতো গভীরে নারীদিবসের ঊর্ধে
সাদা মেঘের পোশাকে গোলাপী হয়ে…..

ইতি
তোমার সত্যিটা

 

নীলাঞ্জনা সরকার Nilanjana Sarkar

নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here