Tag: <Bengali Poem for Independence Day
স্বাধীনতার একাকীত্ব
আজ সেই দিন ,
অনেক রক্তের বিনিময়ে
পাওয়া তোমার আমার
নিশ্চিন্ত স্বাধীনতা!
যেখানে কোনো দায়বদ্ধতা নেই
নেই কোনো কর্তব্যের তাড়না!আছে শুধু নিয়মিত পালনের বাধ্যতা।
কিছু কথার অবতারণা, পতাকা
উত্তোলন,গন্যমান্য ব্যক্তিদের
গালভরা সহাস্য...
বুভুক্ষু স্বাধীনতা
আমার মা প্রতিদিন তার স্বাধীনতাকে সিদ্ধ
হতে দেখে ভাতের হাড়িতে,
আমার বাবার স্বাধীনতা বিক্রী হয়
পনেরো টাকা ডজনের কলা
দর কসাকসির দশ টাকায়।
আমার ঠাকুমাকে দেখেছি
স্বাধীনতাকে সখী বানিয়ে ভবঘুরে...
স্বাধীনতা যখন পণ্য
আমরা স্বাধীনতা পাইনি,
পেয়েছি বিড়ম্বনা অসহিষ্ণুতা
প্রতিদিন প্রতিক্ষন।
রক্তাক্ত হতে হয়
প্রতিদিনের অবক্ষয়ে,
আজ বড়ো বিবর্ণ
এই তেরঙ্গা-
লাঞ্চিত, ধর্ষিত
অবহেলিত আমাদেরই
কাছে।
যাঁরা হয়েছিলেন রক্তস্নাতা
স্বাধীনতার স্বপ্ন দেখে
আমরা হয়েছি বিস্মৃত
বহুদিন আগে।
এটাই নাকি স্বাধীনতা?
চলছে যেটা...