Tag: Bengali Poem by Nilanjana Sarkar
নাড়ি – র শুন্যতা
বাঁজা বোলোনা আমায়,
নাড়ি শুন্য এ হৃদয়ে-
অনাহূত অথিতির অপেক্ষায়,
জলাশয়ের ধারে পদ্মপাতার জলে-
চোখের জলে ভাসছি আমি
কেউ নেই গো আমার সাথে।
অপয়া বোলোনা আমায়,
যোনি শূন্য নয়,
ভালোবাসার কাঙাল আমি
কলঙ্কিনী...