Tag: A protest
আমি ধর্ষক বলছি
“আসিফা'ও বিচার পাবেনা শেষে,
শুধু শুধু এই মোমবাতি মিছিল।
কামদুনিও সেদিন গুমরে উঠেছিল,
ভাঙতে পারিনি আমার বর্বরতার পাঁচিল।
দিল্লির মেয়েটাও তো বাড়ি ফিরছিল একা রাতের বেলা,
সভ্যতাকে থোরাই ডরাই!!
কেবলই...
নুসরাত.. ...
নুসরাত পুড়ে ছাই হয়।
নুসরাতরা এভাবেই পুড়ে যায়
অজ্ঞ অন্ধকারে নির্মম প্রকাশ্যে।
বাতাসের পোড়া গন্ধ বিলীন হয় সুগন্ধী আতরে
শূন্য বুকের হাহাকার প্রতিধ্বনিত ভগ্ন পাঁজরে।নুসরাত,
এই জাহান বড় নিষ্ঠুর
এখানে...