শীতের সন্ধ্যারা ঝুপ ক’রে নেমে আসে নিশিন্দার
পগারের পারে, মনটা বিষণ্ণ হয় বিবর্ণ গোধুলি হয়
পাখিরা তাড়িত হয় নিরাপদ পাদপের খোঁজে
মাঠের পরোজে নামে চাপচাপ কুয়াশার হিম
দ্রুত লয়ে, বিশীর্ণ গাছগাছালির বলয়ে
সমর্পিত নিস্তব্ধতা, ধুলোর চাদর পায়ে
ঘরে ফিরি  রুখুশুখু মুখ  ফ্যাকাশে চিবুক
ভুলচুক দিয়ে গড়া জীবন ঝিমোয় আলুন্তির
খুদকুঁড়ে, অল্প রাতেই ঘরাঘরি সব জনপদ,
লন্ঠনের আলোর রেখায় জেগে থাকে দূরে কাছে
ছোট ছোট বস্তিগছগুলো, ধামাকুলো ঘুমে ঢুলুঢুলু।
কুলিক নদীর পানি তিরতির ক’রে কাঁপে
চোরাবালি কূলে কূলে নিশি যাপে দীর্ঘ অমানিশা ।
এক্ষেত্রে মেঝেতে খড়-বিচালি বিছিয়ে খেজুর পাতার পাটি
উপশমী ওম দ্যায় দুরুদুরু কাঁথায় কুটীরে, নিম্নবিত্ত
সুখ দুখ অভুক্ত আখার বৃত্তে  আগুন পোহায় আর
অপেক্ষায় থাকে সিদ্দ-পোড়া লবনধড়ার পাত পেড়ে।
পাশের শহরে চলে গানের কি দূরগামী যানের মহড়া – – –
শীতের সন্ধ্যারা আনে মন- খারাপের বিরহ-প্রহর
দ’হে যায় হৃদয়ের ক্যানভাস বালিহাঁস বুক
শামুকের খোলে ঢুকি দুঃখী দুঃখী স্বগত সভায়
ঝিঁঝিঁ পোকাদের ঘুম ডেকে যায় আচ্ছন্ন বিভোর
খুইয়েছে তারা সব সাড়াশব্দ নিশির মতোই ,ভাবনার
যাপনায় শব্দ খুঁড়ি, শিকড়ের প্রেমকথা প্রতিভাস শুঁকি
শীতের সন্ধ্যারা নামে নিয়ে নিত্য অধরার শীর্ণ ধুকধুকি ….

কলমে বদরুদ্দোজা শেখু, বহরমপুর

দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। 

    এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ  অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান ,একুশে বর্ণমালা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত ।  বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here