শেষ থেকে শুরু
চেনা পথ কেমন আজ অচেনা লাগে,
আবার বছর পরে তোমার পাড়ায় পুরোনো স্মৃতি জাগে;
ডাকবাক্সটা একই আছে, শুধু বদলে গেছে চিঠি,
আশা করি ভালো আছো, আগের থেকে বেশি..
আজকে এখানে আসার কারণ ঠিকানা, দুটোই হচ্ছে অন্য,
ছোট পিসি কন্যা ঠিক করেছে, আমার বিয়ের জন্য:
যাচ্ছি তোমাদের বাড়ি ছাড়িয়ে, তিনটে বাড়ি পর, সেনগুপ্তদের ওখানে,
শুনেছি মেয়েটির নাম শিউলি, অনেক লেখা পড়া জানে।
***
নিরন্তর
অন্তরঙ্গ বন্ধু হারিয়ে গেছে,
এখন আছে শুধু পরিচয়,
তবে,
অধিকার থাকে ভালোবাসার উপর,
মানুষটির উপর নয়।
আবেগের ঝড় একই আছে,
এমন থাকবে চিরকাল-
বয়েই গেলো অনুভূতির,
তুমি হলে চোখের আড়াল।
***
কলমে নীলাভা দে, শিলচর,আসাম
বর্তমানে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর জীব বিজ্ঞান বিভাগের ছাত্রী।অবসর সময়ে গান শুনতে ভালোবাসি, ছোট গল্প ও কবিতা লিখি এবং বই পড়তে ভালবাসি।শিক্ষিকা হিসেবে জীবনযাপন করা আমার জীবনের লক্ষ্য।