পেলব-উষ্ণ আগুন মাখানো-
  মিঠে-শীতল আলো-আঁধারি।
  শরীরে,মনে আমেজ জড়ানো-
  আবেগ রাশি  সারি- সারি।

  বেড়ে উঠছে স্তরে-স্তরে-
  হৃদয়-কোঠায় থাকে-থাকে।
  এসেছে সে প্রাণের দ্বারে,
  বহুদিন পর দেখছি তাকে।

  আপন ছন্দে এসেছে সে-
  সেই সুগন্ধে ; সেই মায়ায়।
  স্মৃতিগুলো সব মিলেমিশে-
  মেতেছে তার আলো-ছায়ায়।

  ভাই-বোনেতে পড়তে বসে-
  ছায়াবাজির খেলা কত!
  ফিরে এলে নিজের বেশে-
  ফিরে এলে আগেরই মতো।

  ঝড়ের হাওয়ায় ফিরে এলে-
  ফিরে এলে বর্ষা- ধারায় ।
  নিজের কথা নিজেই ভুলে-
  তোমার মাঝে আপনা হারায়।

  চাকচিক্যের আধুনিকতায়-
  তোমার মতোই তুমি সুখী।
  হারিকেনের অগ্নিশিখায়-
  আমরা আবার মুখোমুখি।

কলমে প্রসেনজিৎ মন্ডল, বসিরহাট, পশ্চিমবঙ্গ

বসিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ এবং টাকি কলেজ থেকে স্নাতক পাশ। সংগীত – শিল্প – সাহিত্যের একান্ত অনুরাগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here