সেদিনও কী!

কলমে সুখেন্দু দাস

0
327

হারিয়ে যাওয়া দিনের শেষে যদি তোমাকেই পাই
আবার আমরা হারাব দুজন অতীতের সন্ধ্যাই
তখনও কী তুমি রবে আমার?পড়বে কী মোরে মনে?
তোমাকেই শুধু ভেবে যাব আমি গভীর সঙ্গপনে।

তুমি হারিয়ে গেছ অনেক দূরে,আপন হয়েছ কারো
এই হৃদয়ের অনেক কথায় বাকি থেকে গেল আরও
যদি কোনোদিন তোমার কাছে আবার আসি ফিরে
নবসন্ধ্যার দিবসান্তেই আবছা স্মৃতির ভিড়ে-
নয়ন মিশবে নয়ন মাঝে প্রথম দেখার মত
গোপনে বলব সকল কথা বাকি রয়ে গেছে যত।
হয়ত আকাশে দেখবে তারা, আমরা তখন আশি
সেদিনও কী তুমি বলবে আমায়, ‘শুধু তোমাকেই ভালোবাসি ‘!

কলমে সুখেন্দু দাস, কালনা, পূর্ব বর্ধমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here