স্বাধীনতা

কলমে প্রদীপ দে

0
574
স্বাধীনতা, তুমি যেন এক রক্তলোভি হিংস্র কংকাল,
মনের নিভৃত কোণে সঞ্চয় করো তুমি-সংগ্রাম আর রক্তক্ষয়ের লোভীজাল।
রক্তহীন বক্ষে তোমার উদ্দ‍্যম আহাকার-জীবন দ্বীপের আশায় তুমি মত্ত,
বন্ধ‍্যা নারীর মতো নিষ্ঠুর হও তুমি -নাহি জানো তুমি মায়া মমতার বন্ধনটুকু কত।
হে স্বাধীনতা-তুমি শুধু চাও রক্ত-
এই পৃথিবীতে সেই দান বড়ো শক্ত।
এক ফোটা নয় দুফোটা নয় প্রাণের শেষ বিন্দু,
কিঞ্চিত আশা, বঞ্চিত মনে, ভর্তি মহাসিন্ধু।
হাজার হজার লক্ষ প্রাণের শেষ বিন্দু দিয়ে,
তোমার জীবন গড়ে উঠেছে ভারতবর্ষ নিয়ে।
আমারা জানি তোমার জীবন রক্তস্রোতে গড়া,
তাই জীবন অন্তেও ভাসিয়ে দিয়েছি রক্তের অকুল ধারা।
ওগো স্বাধীনতা –
তুমি মুক্ত আকাশের উড়ন্ত এক পাখি,
পরাধীন যেন তোমার জীবনে ঝড়ো কাল বৈশাখী।
তুমি ছিন্ন-ভিন্ন করো দাসত্ব বাজও মুক্তবাশি,
আমারা চেয়েছি তোমাকে সেদিন সকল ভারতবাসি।
যেদিন আমারা বন্দী খাঁচায় জ্বলেছি সর্বখানে,
সেদিন থেকে শপথ করেছি জীবন মৃত্যুদানে।
ফিরিয়ে আনবো শত বিপদেও-এই ভারতে স্বাধীনতা,
বন্দীখাঁচার বেড়াজাল ভেঙ্গে মুক্ত করবো মোদের ভারত মাতা।
তুমি রক্ত চেয়েছ-দিয়েছি রক্ত করেছি  জীবন দান,
মায়া – মমতা বাড়ি ঘর সব করেছি পরিত্রান।
হে স্বাধীনতা, তুমি মুক্ত, তুমি দূর্বার আমারা জানি,
তোমার জীবনের ইতিহাস বড় নির্মম-বড় নিষ্ঠুর কানাকানি।
রক্ত মৃত‍্যূ হানাহানি আর সব ব‍্যাথা দিয়ে গড়া,
জীবন কাহিনী স্বর্নাক্ষরে ইতিহাসে রবে ভরা।
ভারতের বুকে সেই একদিন যুগে যুগে রবে লেখা,
আগষ্ট মাসের পনেরো এবং তার রক্তিম শিখা।
রক্তশূন্য জীবনে তোমাকে বাচাঁবার আশা প্রবল,
তাই নির্ভয়ে দান করেছি আমারা জীবন সকল।
হে স্বাধীনতা, রক্ত নিয়েছ বিনিময়ে তুমি দিয়েছ মোদের মুক্তি,
স্বদেশ এবং স্বজাতি মোদের পেয়েছে ফিরিয়া আপন হাতের শক্তি।
লৌহ কপাট আর শিকলের বেরী বাধা ছিল যে হাতে,
আজ সে হাতে বিজয় পতাকা উড়িছে আকাশ পথে।
পরাধীন যারা করেছিল মোদের, নিয়েছিল সব কেড়ে,
তোমার আগমনে সব কিছু মোরা পেয়েছি আবার ফিরে।
হে স্বাধীনতা, তোমার জীবনে নিষ্ঠুর অভিশাপ,
রক্ত মৃত্যু সব দিয়ে গড়া গ্রীষ্মের উত্তাপ।
তুবুও তোমাকে জয় করেছি সব বিনিময় করে,
ভারতবাসি হয়েছে ধন‍্য এই বিশ্বের দ্বারে।
তোমার জন্যে দিয়েছিল যারা জীবন বিসর্জন,
তাদের চরণে প্রণতি জানাই ভারতীয় বাসিগন্।
বহু কাহিনীর রক্তে লেখা অসংখ্য স্নৃতিগাঁথা,
সেই একদিনের একটি কথা-
চিরজীবনের স্নৃতিপটে গাঁথা-
স্বাধীনতা – স্বাধীনতা – স্বাধীনতা –
জয় হে – জয় হে – স্বাধীনতা।

কলমে প্রদীপ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here