শবযাত্রা…..

0
1618
Photo CopyRight @ GreenBiz
বিপথে চলে গেছে যে পদচিহ্নগুলি
তাঁরা খই ছড়িয়েছে পথের ধারে।
অন্নহীন মানুষগুলো
তাকেই পরমান্ন ভেবে
ধন্য ধন্য করেছে তাঁদের।একটাও পদচিহ্ন ফিরে আসেনি আর।
যারা ফিরতে চেয়েছিলো
তাঁরা খইয়ের চিহ্ন খুঁজতে গিয়ে
পথ হারিয়েছে বারবার।

         কৃষ্ণ বর্মন……
Poet Krishna Barman

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here