Photo :India Today
ঘরের কোণে গুমরে কাঁদে পোড়ামুখী চাঁদ
ঘুলঘুলিতে উঁকি মারে অবাক রবীন্দ্রনাথ।
ফুটপাথেতে জন্ম নেয় মুষ্টিবদ্ধ হাত
প্রতিজ্ঞার মিছিল করে অসহায় রবীন্দ্রনাথ।
পরিচয় রক্তে নয় পরিচয় আজও জাত
অবিশ্বাসেও বিশ্বাস রাখে নিঃস্ব রবীন্দ্রনাথ।
শোষন আর শাসনে নতুন অভিঘাত
বিদ্রোহের শব্দ খোঁজে রিক্ত রবীন্দ্রনাথ।
কথায় কথায় ঘৃণা কথায় নিষ্ঠুর আঘাত
সম্প্রীতির রাখে বাঁধে স্বয়ং রবীন্দ্রনাথ।
নতুন যৌবন হতাশ আর আত্মঘাতী হঠাৎ
তাঁদের জন্যও হাত বাড়িয়ে বন্ধু রবীন্দ্রনাথ।
ভোরের পরে আবার নামে অন্য আঁধার রাত
তবুও স্বপ্ন ফেরী করে উদার রবীন্দ্রনাথ।

কৃষ্ণ বর্মন
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941