প্রায়শ্চিত্ত

1
944

পৃথিবী এমন আজব হবে
ভেবেছিলো কেউ আগে,
সময়ের কাটা এগিয়ে চলবে
জীবন থমকে যাবে।

পাখিরা রয়েছে আগের মতোই
পশুরা যেমন ছিল,
শুধু বদলালো মানব জীবন
‘জীবাণু’ থামিয়ে দিলো।

অবসর আজ ক্লান্ত খানিকটা
পথগুলো সব খালি,
ফুল আজও ফোটে দূরের বাগানে
বাড়িতে বন্দি মালী।

প্রিয় মানুষের মুখগুলো আজ
শুধুই স্বপ্নে দেখা,
ঘুম ভাঙলেই ট্রেন থেমে যায়
পড়ে থাকে ‘মন’ একা।

এমন পৃথিবী কে চেয়েছিলো
কে? কে? তুমি আর আমি !!!
তাইতো কোথাও ভেবেছিলে ‘তুমি’
প্রকৃতির থেকে দামী !

না আর নয় !

পৃথিবী ভেবেছে সবুজে সাজবে
তাই স্নাত নিম্নচাপে,
প্রয়োজনে সে দেখিয়ে ছাড়বে
(পা এর তলার) মাটি কি ভাবে কাঁপে।

অনেক-তো হলো, বন্ধ করো
প্রকৃতিকে নিয়ে খেলা;
ব্যাথার পাহাড়ে ক্ষুদ্র তুমি
কাগজের মতো ফেলা।

খেলনার মতো ঠুনকো তুমি
তুরূপের তুমি তাস ,
অজান্তেই তুমি নিজেকে হারাবে
করবে, বিধাতা পরিহাস !

সময় এখন অল্প হাতে
হয়তো-বা বেশি কিছু,
নিজেকে এবার বদলে নিতে
হয়োনা পা পিছু।

নতুন পৃথিবীতে নতুন আমরা
মাটি হবে বিশ্বাসে,
সততা-দৃঢ়তা -ভালোবাসা -মায়া
মিশে যাক নিঃশ্বাসে।

নতুন পৃথিবী নতুন করে
ক্ষমা করো একবার !
ভুল হয়ে গেলে, কম করে
হলেও
“প্রায়শ্চিত্ত” একবার দরকার।

Mousumi Kundu

-মৌসুমী কুন্ডু

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here