যদি ফিরে পেতাম আমার শৈশব—
শিখে নিতাম কত কিছু।
সেই ছোট্ট মেয়েটির আবেগ করতাম অনুভব,
অতীত যেন ডাকছে আমায় পিছু।।
ছিল তখন কত সুযোগ সুবিধা,
বকা খেলেও ভুলে গিয়ে করতাম উপেক্ষা—
খারাপ স্মৃতির ধাক্কা পেলে করি শত দ্বিধা,
চোখ বুঁজে শান্ত হবার করি অপেক্ষা।।
আনন্দ ছাড়া ছিল কি আর কোনো অনুভূতি?
এখন কত অন্তরঙ্গের অস্থিরতা।
সন্তাপের পরচাই একটু বিরতি,
ধুয়ে ফেলতে চাই মনের সেই মলিনতা।।
কখনও অজ্ঞতাই হয়ে ওঠে আনন্দময়—
ছিল না কোন কিছুর সঙ্গে সংযোজন,
কিন্তু ঠিক বেরোব উজাড় করে এই তমময়,
জীবনের এই দার্শনিকতাই প্রয়োজন।।
দিতিপ্রিয়া সাহা , নিউ পার্ক, দম-দম, কলকাতা
আমি একজন ক্লাস ১২, সেন্ট স্টিফেনস স্কুলের ছাত্রী। লেখা পড়ার সাথে সাথে আমি কবিতা লিখতে, সিনেমা দেখতে এবং ছবি আঁকতে খুব ভালোবাসি।