হে সূর্য,
তোমার পবিত্র প্রকাশে অনাবিল কর পৃথিবীকে।
চারিদিকে বারুদ আর পচা লাশের ভ্যাপসা গন্ধে দম বন্ধ আজ।
ন্যায়, মানবিকতা বিলোপের অপপ্রয়াসে –
স্বার্থান্ধ মৌলবাদীরা ধর্মের সান দেয় দাঁতে নখে।
আতঙ্কের খাড়া রোম পৃথিবীর গায়ে।
সমাজের সুকুমার বৃত্তিতে “কমপ্লিট-ব্ল্যাকাউট” ঠুলি।
অনুপম স্বপ্নের রঙীন আল্পনা বদলে
বুকের রক্তলেখা মৃত্যুর পটভূমি;
পৃথিবী বোধ হয় বুড়ো হয়েছে!
ঝুঁকে পড়েছে জরা ভারে, সারা শরীর জুড়ে দগদগে ঘা –
সন্ত্রাসবাদীতার, অমানবিকতার, অসামাজিকতার…।
শুধু – মৃত্যুর ফরমান মাথা তুলে একা!
কেউ বাঁচে না – শিশু-নারী-পুরুষ-সমাজ-সংসার-দেশ-কাল।
তবু হে সূর্য,
মৃত-কালের উঠোনে দাঁড়িয়ে তোমার দরজায় আমরা –
পৃথিবীর নীরোগ উত্তোরণের প্রার্থী।
কলমে পার্থ প্রতিম সামন্ত, রঘুনাথপুর, কলকাতা