নিশি কাতর নৈঃশব্দ
সহস্র শতাব্দ অতিক্রম করে
আলোর আতিশয্যকে উপেক্ষা করে এসেছে এতদিন
শুধু সূর্যের তেজ নয়
বাতিস্তম্ভের লক্ষাধিক তারার মাঝে
মহা তারকা প্রতিম প্রতিনিধিকে
নিস্তব্ধ ধমকে বিতড়িত করে
নৈশব্দের শব্দরা সদর্পে বলে ওঠে—–
“এখানে এখনো রাত
এখানে নিশাচর স্বপ্ন
নিঃশব্দে ঘুমিয়ে আছে।”
একটা নিঠুর নিস্তব্ধতায়
শব্দহীন গাঢ় অন্ধকারে বধির হয়ে
আলো অপেক্ষা করে অন্ধকারের ছায়ার আড়ালে।
— কৃষ্ণ বর্মন……
ভাল লাগল।