নৈঃশব্দ

1
1645
Photo : Flickr

নিশি কাতর নৈঃশব্দ
সহস্র শতাব্দ অতিক্রম করে
আলোর আতিশয্যকে উপেক্ষা করে এসেছে এতদিন
শুধু সূর্যের তেজ নয়
বাতিস্তম্ভের লক্ষাধিক তারার মাঝে
মহা তারকা প্রতিম প্রতিনিধিকে
নিস্তব্ধ ধমকে বিতড়িত করে
নৈশব্দের শব্দরা সদর্পে বলে ওঠে—–
“এখানে এখনো রাত
এখানে নিশাচর স্বপ্ন
নিঃশব্দে ঘুমিয়ে আছে।”

একটা নিঠুর নিস্তব্ধতায়
শব্দহীন গাঢ় অন্ধকারে বধির হয়ে
আলো অপেক্ষা করে অন্ধকারের ছায়ার আড়ালে।

 

Poet Krishna Barman

—       কৃষ্ণ বর্মন……

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here