আপনারে সঁপিলাম তব পথ নিকট
যাতনা যত যত বিকট
ভাঙি মচড়াই কর দূর
মহতের মনের মনোপুর ।

হে বিধাতার প্রিয় জন
করিনু তব প্রত্যক্ষণ
জানিলেম ঈষৎ-হালকা
দূর হতে সুদূরে ভাসি শুভ্র বলাকা ।

আজি হে মিলুক তব পথ
মোর আনন্দ কাড়ি_
বিধাতা,
মিলুক তব আনন্দ পথ……

সকল কুহেলিকা ঘুচি‌
যাবে যে আঁধার মুছি ।
শত আনন্দ – সুখের দৃশ্য
সেই নামুক, তব তটে সত্য
কোন জ্যোতির্ময় সে পথ
জীবন কাব্য ভরিবে যে পদ ;
শীতলের সুখে ঘেরা
ক্লান্তিহীন, কষ্টহারা ।।

কলমে অর্পিতা ভান্ডারী, ডায়মন্ড হারবার

বিএ ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সের ছাত্রী। ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজে পড়ি ।বিভিন্ন সাংস্কৃতিক ও শৈল্পিক বিষয়ে চর্চা করতে ভালোবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here