জানলার ধারে বসে বৃষ্টির গান শুনতে শুনতে ভেসে গেছিলাম মেঘেদের সাথে। কিছু মেঘেদের বন্ধুও হয়েছিলাম। তাদের ভালোবাসায় ভরে আবদারে তাদের গল্প লিখেছিলাম একদিন। শুভেচ্ছা ও আন্তরিকতায় ভরিয়ে দিয়েছিল। আবারও লিখলাম, লিখতে লিখতে লেখার নেশায় মেতে উঠলাম। মেঘেদের প্রেমের গল্প দেখে মনে হলো, প্রেম ভালোবাসার শুধু একটাই দিক হয় না। আমার পৃথিবীর সব কিছুতেই নিজের মত করে প্রেমে পরা যায়। উজাড় করে ভালোবাসায় ভরিয়ে দেয়া যায়। শব্দের অনুগুলোকে বিভাগ করে অনুরাগী হয়ে ওঠা যায়। খোলা আকাশের নিচে বৃষ্টি ভেজা দিনে জলের ছলাৎ শব্দে মনটাকে ভিজিয়ে মেঘেদের পাঠানো বার্তা নিয়ে এসেছিলাম আপনাদের কাছে “মেঘ বৃষ্টির উপাখ্যান” এ ভরিয়ে। কবিতা যারা ভালবাসেন তাদের সকলকে আমন্ত্রণ আমার এই নতুন প্রয়াসে। আশা রাখি, মেঘেদের সাথে আপনারাও বন্ধুত্ব করতে চাইবেন আমার ই-বুক “মেঘ বৃষ্টির উপাখ্যান” কে সঙ্গী করে।।

– কলমে দীপিতা চ্যাটার্জী
(লাবণ্য পত্রিকার সম্পাদিকা, তাঁর লেখায় ইতিমধ্যে অলংকৃত হয়েছে অনেক অন্তর্জাল ম্যাগাজিন এবং পত্রিকা)
ই-বুকটি ডাউনলোড করতে 'মেঘ বৃষ্টির উপাখ্যান' এ ক্লিক করুন
ই-বুকটি পাসওয়ার্ড প্রোটেক্টেড,বিশদ জানতে মেইল করুন chatterjeedipita@gmail.com অথবা যোগাযোগ করুন 9869922716 এই নম্বর এ।



‘মন ও মৌসুমী ‘ প্রকাশিত আরো বাংলা বই এর তালিকা দেখে নিতে নিচের লিংক এ ক্লিক করুন –
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941