যদি হারিয়ে যাই

0
830

আমায় কি কেউ খুজবে

যদি হারিয়ে যাই।
কেউ কি দখিনা দুয়ারে ঠায় দাঁড়িয়ে রবে
আমার ফেরার প্রতিক্ষায়।
যার সাদা শাড়ির আঁচল
বাতাসে উড়বে, সকাল থেকে বিকেল।
কিংবা রাত পেরিয়ে ভোর।কেউ কি মোনাজাতে চোখের পানি ফেলবে?
ক্লান্ত চোখে অক্লান্ত ঝর্না ধারা বয়ে যাবে।
হুতুম পেঁচার ডাক, জানি ভয় বারিয়ে দিবে।।
সকাল, বিকেল।
কিংবা রাত পেরিয়ে ভোর।
খুঁজবে আমায়?
মোল্লা বাড়ি থেকে দিগন্ত ছোঁয়া
চলবে শুধু দৌড়।আমায় কি কেউ খুঁজবে?
যদি হারিয়ে যাই।
কেউ কি আলতা পরতে ভুলে যাবে।
অথবা হাতের চুড়ি যাবে ভেঙে।
কেউ কি থাকবে অপেক্ষায়
সকাল, বিকেল
কিংবা রাত পেরিয়ে ভোর।
নাকি হতাশ হয়ে, পাল্টে নিবে
নিজের জীবন মোড়।

আমার খুকুমণি ।
সে কি ডাকবে আমায়
আব্বা কই, সে যে গেলো কোথায়।
আনিবে রসগোল্লা, আছি প্রতিক্ষায়।
প্রতিক্ষায় কাটবে সময়,
সকাল, বিকেল কিংবা
রাত পেরিয়ে ভোর।
অপেক্ষার হবে অবসান
আপনজনেরা কান্নায় হবে বিভোর।

এক দিন, দুই দিন।
কিংবা কয়েক মাস।
শেষ হবে চোখের পানি।
অপেক্ষার হবে অবসান
সকাল, বিকেল কিংবা
রাত পেরিয়ে ভোর।
আমার তখন শুধুই আপন
সাড়ে তিন হাত গোড়।

কলমে মির্জা নয়ন, বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here