অফিসে যাবার গতিপথেই-
রাস্তায় চোখে পড়ে অস্থায়ী ঝুপড়িগুলোর,
সহায়সম্বলহীন জীবনযাত্রা।
গরীব তো তারা নিশ্চয়ই –
এরপর স্ত্রী বাচ্চা পরিবারের,
রোজনামচার সাংসারিক সংঘর্ষে-
নুয়ে পড়া পরিশ্রান্ত চেহারাগুলোতে,
মধ্যগগনের সূর্য থাকা আলোর তীব্রতাতেও-
প্রকট হয় একরাশ অন্ধকার।
সেখানেই আজ দেখলাম এক চিলতে সুখ,
সদ্যোজাত সন্তানের দিকে তাকিয়ে-
মাতৃত্বের স্বাদ পাওয়া এক মা,
আর কোলের অপুষ্ট বাচ্চাটিকে ঘিরে-
তৈরী তার গৌরবময় হাসি।
পিয়ালী ঘোষ দে, রিজেন্ট প্লেস কলকাতা
বেসরকারী অফিসে কর্মরতা ও বিবাহিত। চাকরি ও সংসার বাদ দিলে লেখাই আমার অন্তরের তৃপ্তি।
Khub bhalo hoyeche ❤️
thanks a lot