শুধু সুখের আশায় শুধু মানুষ চেয়ে থাকে, যাকে তারা আপন ভাবে তারাই ভাবে পর,
আসলেই তো এই মানুষ নামের জীবনটাই অনেক বড় স্বার্থপর।
মানুষ লোভে পড়ে খোঁজে শুধু টাকা,
তাই তাদের সব দিকই হয় ফাঁকা।
সে শুধু কিনব গাড়ি- বাড়ি,
তাইতো দেখো মানুষ এত অহংকারী।
জামা-কাপড় ছাড়া শতশত গরিবদের যাচ্ছে হাজারো প্রাণ,
তবুও মানুষ করে না তাদের স্বল্প দুটি দান।
করছে মানুষ অনেক বেশি পাপ,
তাদেরও একদিন পড়বে এমন অভাব।
কেউ কারো সহ্য করতে পারে না ভালো, হিংসে হয় যখন কেউ ওঠে,
সে নেমে গেলে তাদের আনন্দে বুক ভরে ওঠে।
কলমে দেবজিৎ দত্ত, জরুল, আমিলা, পূর্ব বর্ধমান
“লেখালেখি করা আমার একটি নেশা। 7বছর বয়সে আমার লেখার প্রথম শুরু। এই কবিতাটি আমি 31/12/2016 তে লিখেছিলাম আমাদের গ্রামের এক ঘটনায় মর্মাহত হয়ে।”