শহরের এক বিখ্যাত পাদুকা বিপনী
কাঁচের শোকেসে সাজানো জুতো দেখি
এক দামী পাথর খোদাই স্ফটিকের জুতো
আমার সকল আকর্ষণ কেড়ে নিলো .
দোকানি জানালো জুতোটা সিনডারেলার
যার মাপে হবে পাদুকাপ্রাপ্তি তার .
পরখ করে দেখি,ছোট হলো সেটা বেশ
তবু ভালোলাগার রয়ে গেল শুধু রেশ .
এরপর আরেক দোকানে ঢুঁ মারা
পছন্দের জুতোজোড়ার মালিক গুপীবাঘা
দোকানীর মতে মাপে হলে সেটি আমার
তাই বড় হলেও পা ঢোকাই বারবার .
শেষে জুতোর জন্য দোকানে দোকানে ফিরি
নগরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরি
অবশেষে এক ছোট হকার ফুটপাথে
একটা মলিন জুতোয় পা গলাতে বলে
পায়ের মাপে সেটি ছিল একেবারে ঠিক
জানতে চাইলেম -কে জুতোর মালিক
দোকানি বলে ওটা পড়েছিল রেললাইনে
জুতোটা যার,সে কাটা পড়েছিল ট্রেনে .
হতভাগ্য,হা ক্লান্ত পরিযায়ী শ্রমিক
পেটের জ্বালায় হয়তো জীবনবিমুখ,
দীর্ঘশ্বাস ফেলে ভাবি এটাই ভবিতব্য
কঠোর জীবন নিয়ে চলে না কোন কাব্য.

কলমে সিঞ্চিতা বসু, বিষ্ণুপুর , দক্ষিণ ২৪ পরগনা

পেশায় শিক্ষিকা,নেশায় পাঠিকা,ভালোবাসি তরুলতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here