Photo : southbangla
চোখ কান রাখুন খোলা
খেয়াল রাখুন ঘরে,
আপনার সোনা মানিকেরা
কোথায় সে,কি করে।
রাতে সেকি ঘুমায়,নাকি
জেগেই বসে থাকে,
টাকা-কড়ি ঘর থেকে কি
নাই হয়ে যায় ফাঁকে?
যাচ্ছে কোথায়,কখন ফেরে
কাদের সাথে মেশে,
প্রশ্ন করে নিবেন জেনে
কে থাকে তার পাশে?
আজ মাদকের ভয়াল থাবা
খেলছে জীবন নিয়ে,
প্রতিরোধে এগিয়ে আসুন
র্যাবকে খবর দিয়ে।
ঠক-বাটপার মানুষগুলো
ধনী হবার আশায়,
সোনার মত শিশুগুলোকে
করছে পাগল নেশায়।
আসুন সবাই শপথ করি
মিলাই হাতে হাত,
সমাজ থেকে মরণ মাদক
করব যে উৎখাত।
নিজে বাঁচি, অন্যে বাঁচুক
বাঁচুক মোদের জাতি,
মাদক দিয়ে দেশ ও দশের
না হয় যেন ক্ষতি।
– রাশিদা খাতুন
বিঃ দ্রঃ কবিতাটি মন_ও_মৌসুমী র #ত্রিমাসিক_লেখা_প্রতিযোগিতার (জানুয়ারি ,২০১৯) এর একটি Entry .
ফলপ্রকাশ জানুয়ারি ,২০১৯ এর দ্বিতীয় সপ্তাহ , পড়তে থাকুন -যোগাযোগ বজায় রাখুন #মন_ও_মৌসুমী র ওয়েবসাইট এর সাথে।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941