জন্মদাত্রী মা যে তুমি ,তুমি করুণাময়ী
তোমার মধ্যে শান্তি খুঁজি- তুমি মমতাময়ী ,
কেমনে মাগো গড়ে তোলো গৃহমন্দির তুমি ?
বলেছ শুধু, বুঝবে মাগো মা হও আগে তুমি |
খেলার থেকে ফিরতে ঘরে করেছি যখন দেরী
দৌড়ে গেছো খুঁজতে আমায় লুকিয়ে গেছি আমি,
বলেছি তোমায় কেন এত চিন্তা করো বেশী ?
বলেছ শুধু বুঝবে সবই মা হও আগে তুমি|
খাবার থালা নিয়ে হাতে খাইয়েছো গল্প বলে
চাইনি খেতে কখনো আবার খেয়েছি ফেলে ছড়িয়ে ,
জানতে চেয়েছি খাও কেন মাগো সবার পরেতে তুমি ?
হেসে বলেছ ,বুঝবে সবই মা হও আগে তুমি |
কঠিন আঘাতে আকুল মনে ভেসেছি চোখের
জলে
শান্তির আঁচল দিয়েছ বিছিয়ে নিয়েছো বুকেতে টেনে,
কেন মাগো পাই তোমার পরশে এত সুখ এত শান্তি ?
বলেছ আমায় ,বুঝবে সবই মা হও আগে তুমি |
যখনি খুঁজেছি পথের দিশা দেখিয়েছ হাত ধরে
বিপদে সদা ঢাল হয়েছ দুঃখে নিয়েছ বন্ধু করে ,
ভেবেছি শুধু ,কোথায় পেয়েছ এত মনের শক্তি ?
বলেছ হেসে ,বুঝবে সবই মা হও আগে তুমি |
আমার হাসা আমার কাঁদা শুধু তাদেরই জন্য
বুকের মাঝে রেখেছি আগলে হয়েছি আমি ধন্য,
মা-তে শান্তি মা -তে শক্তি মা হন অন্তর্যামী –
বুঝেছি মা-গো ,মা হওয়ার মানে- মা হয়েছি যে আমি॥
কলমে শর্মিলা কর, নিউ দিল্লী
গৃহিনী,সাহিত্য- সংস্কৃতি নিয়ে চর্চা করতে ভালোবাসি