তোমার উপন্যাসের পাতায়
আমার নামটাও লিখে রেখো এককোণে
মুখ্য চরিত্রে নয়,
সবাই জানুক,তোমার গল্পে
আমারও উপস্থিতি ছিলো; তুমিও সময় কাটাতে,
সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে
আমারই সাথে,
গল্পটা হয়তো একইভাবে শেষ হতে পারতো
কিংবা,লেখা হতো
আরও দু-চার পাতা;
কিন্তু,মাঝপথে কালি গেলো ফুরিয়ে
হারিয়েও গেলো খাতা-
এখনও চরিত্রগুলো একই আছে
শুধু,যোগাযোগ নিভে যাওয়ায়
সম্পর্কের সমীকরণগুলো আজ বদলে গেছে।।
কলমে দেবস্মিতা ঘোষ,কোচবিহার
ছোট্ট থেকেই নিয়মিত কবিতা চর্চায় যুক্ত ও অল্প লেখালেখি করলেও 2 বছর যাবত নিয়মিত লেখালেখির সাথে যুক্ত।কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ফেসবুকের 2-3 টা পেজের সাথে লেখাও যুক্ত।কিছু ম্যাগাজিনে ও বইয়েও লেখা প্রকাশিত হয়েছে।আবৃত্তি ও লেখা সংক্রান্ত অনেক পুরষ্কার প্রাপ্তি হয়েছে।