কষ্ট

By: Debadrita Sarkar

0
452

এই বিশ্বে কষ্ট তো নেই একটা
রয়েছে অনেক কটা
এই বিশ্ব কষ্টে পূর্ণ
যদি চাও জানতে কি কষ্ট
তবে শোনো
এই কথন পূর্ণ
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই আমাজন ফরেস্টে
যেটা এখন রয়েছে গাছের ছাই
এবং কিছু গাছ দের অবশেষ- -দের নিয়ে
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই নদীর তীরে
যেটা এখন শুকিয়ে গেছে
আমাদের কারণে
আমার কষ্ট লুকিয়ে রয়েছে
সেই বাড়ির আনাচে কানাচে
যেখানে নেই রুটি, নেই দুধ ভাত
নেই একটু নুন ভাত
খুদা তৃষ্ণায়
কেবল বাচ্চারা কেঁদে মরে
চোখের জল ঝরে পড়ে
কষ্টে মন ভেঙে পড়ে
এই বিশ্ব স্বার্থপরদের নিয়ে
কষ্টে মন ভেঙে পড়ে
যখন শুনি,
বিভেদ রয়েছে আপন আর পরে
এই কষ্ট সহে না আর
বলো কেউ এমন স্থান
যেথায় হবে এসবের অবসান
তবে যাবো সেই মন্দিরে
যেথায় থাকিবে সবাই নিরিবিলে
আর হইবে এ সমস্যার সমাধান।।
জানো কি কেউ
এমন প্রণয় স্থান?

By: Debadrita Sarkar, Class 7, Age 14
From West Bengal , In Hooghly at Haripal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here