আজ সবাই ক্লান্ত
ক্লান্ত কেউ কাজের চাপে,
কারো বা আবার দায়িত্ব কাঁধে,
কথা দিয়েছে কেউ হাত ধরে
চলবে পথে একসাথে।
সবাই আজ ব্যস্ত,
ব্যস্ত সব নিজের স্বপ্ন ফেলে,
দায়িত্বের ভারে বয়ে যেতে
বইতে বইতে আজ হারিয়ে ফেলেছে।
সেই ছোটবেলায় রংমাখা হাতগুলি
রং তুলি আর হাতে উঠে না,
অফিস ঘরের যন্ত্র মাঝে
গল্প লেখা হাতগুলি আজ
কর্পোরেটের বন্ধ ঘরে,
সন্ধি করে ছন্দ গেছে
অজানা পথে লুকিয়ে,
বাসে ট্রামে আজ লোকের ভিড়ে
স্বপ্ন গেছে ভেঙ্গে গুড়িয়ে।
একটা সময় ক্লান্তি শেষে
আবার একটু হেসে,
শেষ জীবনে আবার আঁকবে দু হাত,
মাতবে রঙের খেলায়
স্বপ্ন নদীর ভেলায় বসে।
গাইবে নতুন ভোরের গান
ছন্দেরা সব মিলবে আবার,
মন থেকে লিখব মোরা প্রাণের উপন্যাস।।

কলমে অর্জুন ভট্টাচার্য্য

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here