ক্ষুধাতুর শিশুর ক্রন্দন এখন নন্দিত করে
চিত্রকলার আর চিত্রকরের বিমুগ্ধ গুনগ্রাহীকে।
ক্ষুধার্ত যৌবনের শব্দহীন আর্তনাদ
শবযাত্রীদের উল্লাসে হারিয়ে যায়।
ক্ষুধার প্রকাশ এক নিষিদ্ধ কৌশল হিসেবে ঘৃনিত হয় এখানে।
এক মুঠো ক্ষুদ যে কতটা অমূল্য হতে পারে
তার হিসেব বা ইতিহাস মনে রাখেনা কেউ।
ক্ষুধা যেখানে ক্ষুব্ধতার জন্ম দেয়
সেখানে ক্ষুদে হয়ে ওঠে দুঁদে;
পুঞ্জীভূত ক্ষোভ যেখানে বিক্ষোভে রূপান্তরিত হয়
সেখানে অদম্য সাহস আর জেদের নাম ক্ষুদিরাম।
উপহাস,অবহেলা কখনোই তাকে অস্বীকার করতে পারেনা
যে স্বীকৃতিকে অস্বীকার করে স্বেচ্ছায় বেছে নিয়েছে
বিস্ময়কর বিদ্রোহের পথকে।
এখন তারাই বড় যারা আদতে ক্ষুদ্র
এখন তারাই মানুষ যারা আসলে যন্ত্র
তবুও ক্ষুধা ক্ষুদিরামের জন্ম দেবে
যতই নিষ্ক্রিয় থাকুক ক্ষুদ্রান্ত।
কৃষ্ণ বর্মন……
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ কেন-রে-মেয়ে নারী-তুমি-প্রমান-দাও
[…] লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ […]
[…] পড়তে কিক্ল করুন বুভুক্ষু-স্বাধীনতা ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ […]
[…] অটল বুভুক্ষু-স্বাধীনতা ক্ষুদিরামের-জন্ম এখনো-বাকি-নাগাসাকি বাইশে-শ্রাবণ […]