শক্তিরূপেন সংস্থিতা কথাটা হারিয়ে গেলো,
আমি বোধহয় রূপের একটা নোংরা ডেলা-
তোমার চিঠিতে লেখা, অলেখার মাঝে
নিজেকে প্রত্যাখিত দেখে রোজ ভেঙ্গে পড়া।
কুৎসিত কালো আমি, সেতো ভ্রমরও কালো!
কাগজে পেন্সিলের কালো দাগে
তোমায় যখন ফুটিয়ে তুলেছিলাম
কালো আবছায়ার মতো,
তখন তো চুম্বন দিয়েছিলে আমার কপালে,
বলোনি তো কি অদ্ভুত, কি বিশ্রী,
আমার গুনের খুব বড়াই করেছিলে-
বলোনি তো তোমার রূপ দেখে গা জ্বলে!
শিউরে উঠেছিলে কি!
আমার কালো হাতের কুঁচকানো চামড়ার স্পর্শে?
জানো, আমি খুব কেঁদেছিলাম সেদিন
খোঁজ রাখো নি বোধহয়-
যখন আমি জ্বলছিলাম খুব তোমায় চাইছিলাম
তোমার শরীরের শীতল স্পর্শ –
জানি তা আমার অধরা-
তবু কেরোসিনের গন্ধটা ভুলতে চাই যে
তোমার গায়ের আতরের গন্ধে,
আজ সেও আমার অজানা।
চিঠিতে তুমি ভুলেছো আমায়
কিন্তু আমার কাজল হরিণ চোখ ,নূপুরের ধ্বনি
আগুন খেয়েছে বটে সব,তবে বেঁচে আছি আমি।
তোমার প্রিয়তমাকে বলেছ কি?
ভালোবাসতে তুমি আমায়,পোড়া দাগের আগে-
বুঝি, বলোনি বোধহয়-
আমি যে ছিলাম কালো তার সাথে আজ দাগী।
তোমার চিঠিতে পরিষ্কার –
আমার অনেক কিছু পাওনা ছিল তোমার কাছে
যা শুধু আমার –
সেই কালো, সেই বাজে ,সেই অপরিষ্কার।
কি করবে বলো ! তবু আজ বেঁচে আছি আমি।।
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন মানসী-কিনবে-গো মনোস্কামনা সংগ্রাম আমি-নারী
Asadharon. Khub bhalo laglo.
খুব ভালো লিখেছো। প্রাসঙ্গিক একটি কবিতা বন্ধু।
Bhalo likhechish….chaliye ja
[…] লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন ক্ষত মানসী-কিনবে-গো […]