হিজিবিজি

হিজিবিজি_মৌসুমী_কুন্ডু _মন ও মৌসুমী

1
1973
HijiBiji _M K Paul

আগুন লাগুক সেই আগুনে
যা বুকের ভেতর জ্বলছে ,
তোর নেশাতে হৃদয় নিখোঁজ –
মন মাতাল , বেশ টলছে।

কোন সে মন ! মুখ অচেনা ,
কখনো আভাস বা অনুমানে ;
কখনো সে বোঝার-ও দায় , অস্পষ্ট ,
একি সেই? কে জানে !

তবুও মন চাই তোমাকেই
বিষাদ ঘেরাও অন্ধকারে ,
সেই বিষাদে চল না ছুটি
আমরা দুজন ,দুহাত ধরে।

স্পর্শে আঙ্গুল ফুলকি ছোটায়
ছুটছে ঘোড়া আবেগ নিয়ে ।
তুই যদি হোস সেরার -সেরা
জিতে নিলাম নয় , আমিই গিয়ে।

 

 

আরো লেখা পড়তে ক্লিক করুন 

 একই সব নষ্ট      ফাঁদ আর হাসি    সব-বোকামি    আসছি      নারীদিবসে    কোথায় 

 সাত সাতটি বছর      ইচ্ছে         দুটি পাখি  মা-র কালো মেয়ে    গল্প      উল্লাস

   তুমি            শুধু তুই         আমি     চাহিদার বসবাস   শরীর-মন    রক্ত   

 ফাঁদ আর হাসি     মরিবার তরে      কথা ছিল     ইচ্ছেপূরণ     তুমি-আমিতে   সময় 

  আমার ছিল

হিজিবিজি CopyRight @ M K Paul, 4th August,2018

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here