নজরুল স্মরণে

কলম যার নয় কেবল কলম
তরবারির শক্তি,
বৃটিশ বেদি কাঁপত থরি
পড়ে প্রতি পঙক্তি।

মানব প্রেমের অমরবাণী
কিংবা সাম্য গীতি,
শিকল ভাঙার সকল যুক্তি
নজরুলেরই কীর্তি।

কামার, কুমার, মুচি, মেথর
সমান তাঁর যে বক্ষে,
জাতের নামে ঐ বজ্জাতি
দেখতেন ঘৃণা চক্ষে।

কুপোকাত তমসাশক্তি
শত্রু যেত দমি,
নজরুল আমার প্রিয় কবি
প্রতি পদে নমি।

নজরুলকে নিবেদিত

নজরুল নজরুল কাব্য মুকুল
ঝাকড়া মাথার ঐ চুল,
সাম্য সৃষ্টির আকুল ব্যাকুল
সাহিত্যের এক বুলবুল।

বিদ্রোহী কবি উপাধি
ছিলেন প্রবল জেদি,
মাথা কভু নাহি নত
কাঁপতো বৃটিশ বেদি।

পেষিত মানুষের জন্য
গান রচে অজস্র,
উপন্যাস, প্রবন্ধ, কাব্য,
কালজয়ী নক্ষত্র।

কলম প্রতিবাদের ছড়ি
জুটেছে দুর্গতি,
মুক, বধির না হলে বাংলা
পেতো আরো জ্যোতি।

মানব কবি নজরুল

প্রতিবাদী কবি নজরুল
দিতেন কম হাসি,
প্রেমে মাখা কবি নজরুল
বাজাতেন বাঁশি।

অতি কষ্টে বেড়ে উঠেন
অতি দুখী ছেলে,
প্রতিবাদী লেখা লিখে
গিয়েছিলেন জেলে।

কলমের ধার ছিলো প্রবল
অভাব ছিলো অঙ্গে,
তাঁর মতো মেধাবী কবি
জন্মেনি এই বঙ্গে।

মানবের কবি তো তিনি
ভাবতেন নাতো জাত-পাত,
যেমন লিখেছেন শ্যামা সঙ্গীত
তেমনি আরো হামদ-নাত।

প্রিয় কবি কাজী নজরুল

সাম্যের কবি কাজী নজরুল
শোনাতেন সাম্যের গান,
নির্যাতিতের কবি নজরুল
তাদের প্রতি তাঁর টান।

বিদ্রোহী-শাণ কবি নজরুল
ক্ষুরধার যাঁর ভাষা,
দুখীর দুখে সমব্যথী
আশাহীনের আশা।

সত্যের সাথী ধ্রবতারা
আঁধার নাশের বাতি,
অন্যায় প্রতিরোধে রোখা
ধন্য বাঙাল জাতি।

মজদুরের পাশে অবিচল
শোষক ভীত হত,
যুগে যুগে রাখবো মনে
হবেন না কবি গত।

কবি নজরুল

প্রেমের কবি মুক্তির কবি
দুখু মিয়া যিনি,
প্রতিবাদের তেজি কবি
দ্রোহের কবি তিনি।

ছড়ার কবি গানের পাখি
উপন্যাসের চাষী,
তাঁর কবিতার বজ্র বাণী
থাকবে অবিনাশী।

শাণিত যাঁর ছিলো ভাষা
আর ধারালো শব্দ,
শাসক শ্রেণি শোষণ ভুলে
হয়েছিলো জব্দ।

তাঁর ছড়াতে বাচ্চা দোলে
হয়ে ছন্দে আকুল,
তাঁর কবিতায় বিবেক জাগে
তিনি প্রিয় নজরুল।

নজরুল

কবি কাজীর গান কবিতা
মুক্ত হবার ডাক,
চেয়েছিলেন শৃঙ্খল থেকে
সবাই মুক্তি পাক।

শোষণ শাসন আর উৎপীড়ন
করতেন না সহ্য,
দাসত্ব থেকে বাঁচার জন্য
হয়েছিলেন দাহ্য।

মানবতার গান গেয়েছেন
ভুলে ধর্মের ভেদ,
জাতের নামে বজ্জাতি হয়
করে গেছেন খেদ।

প্রেমে ছিলেন কোমলমতি
সংগ্রামে শক্ত,
এমন কবি বিরল বিশ্বে
আমরা তাঁর ভক্ত।

কোথায় সেই নজরুল কবি

দেশে দেশে শ্রেণি বৈষম্য
রক্তে রক্তাক্ত ছবি,
আজ একজন বিদ্রোহী নজরুল নেই
অস্ত তাই সাম্যের রবি।

দেশে দেশে ধর্ম ধর্মতে
দ্বিধা আর দ্বন্দ্বের ছবি,
নজরুলের মত আর আসবে না
অসাম্প্রদায়িক কবি।

সুশীল আজকে শাসকের পক্ষে
লেখে তো ধরে রশি,
নজরুল দেয়নি বিবেক বিসর্জন
বিক্রি করেনি মসি।

ক্ষুধাতুরের গান কেউ গায় না আর
তেল মেরে চলে এ সে,
আর একজন নজরুল এসো ফিরে
আছি সেই অলীক আশে।

রাজদ্রোহী কবি নজরুল

নজরুল কণ্ঠস্বরে নির্ভীক
ছিলেন স্বাধীনচেতা,
কোনো রক্তচক্ষে ডরত না
মুটে মজদুরের নেতা।

শাসকগোষ্ঠী নিষ্ঠুর বৈরী
শোষণ চিন্তা ধারণ,
স্বৈরশাসক বিরুদ্ধে কবির
সাহসী উচ্চারণ।

শাসকের গায়ে চাবুক মারার
কবিই উদাহরণ,
তাই রাজদ্রোহী হয়ে গ্রেফতার
করেছেন কারাবরণ।

ইংরেজ সরকার ভয়ে দমে
ফেলে হাজত ফাঁদে,
এমন কবি কবে পাবো
জ্বালাময়ী প্রতিবাদে।

দু’পার বাংলার নজরুল

এপার ওপার দুপার বাংলার
প্রিয় কবি নজরুল,
যার ছন্দ ছড়া গান কবিতায়
দু’পার বাংলা মশগুল।

মানব মাঝে সাম্যের বাণী
করেন কবি প্রচার,
নারাজ ছিলেন সহ্য করতে
অত্যাচার অনাচার।

অন্যায় শোষণের বিপক্ষে
কলম ছিলো শাণিত,
বিদ্রোহ প্রেম সাম্য সত্য
গান কবিতায় ধ্বনিত।

শিকল ভাঙার গান গেয়েছেন
সয়েছেন অত্যাচার,
এমন শ্রেষ্ঠ কলম সৈনিক
বাংলা পাবে না আর।

কবিতা ও গানে নজরুল

পাঠক জীবন ব্যর্থ হবে
বাড়বে ব্যর্থরাশি,
রক্তে তোমার জাগবে জোয়ার
পড়লে “বিষের বাঁশি”।

মেরুদণ্ড ভাঙা সমাজ
তাদের হাত পা কাঁপা,
জানবে নজরুল কেমন ছিলেন
পড়লে “দোলন-চাঁপা”।

সবাই চলে স্বার্থ ভেবে
ভাবে কেবল আমা,
জানবে নজরুল শক্ত কেমন
পড়লে “চিত্তনামা”।

ভেদ-বিভেদে চটুল সবাই
শ্রেষ্ঠ যেন আমি,
নজরুল কত উদার জানবে
পড়লে “সাম্যবাদী”।

দ্বন্দ্বপ্রিয় মানুষ বড়
ভাবে নিজরে বিকট,
জানবে নজরুল ছন্দ-রাজা
পড়লে ছায়ানট।

ক্ষোভ-কষ্ট মাঝে সবার
মরার আগে মারা,
জানবে নজরুল কি লিখেছেন
পড়লে “সর্বহারা”।

কর্মবিনে সুনাম কুড়ায়
সাজায় নিজেকে বীর,
জানবে নজরুল ছিলেন কেমন
পড়লে তুমি “জিঞ্জীর”।

সুখের তরে বিভোর থাকি
কিন্তু ঘুম আর খাওয়া,
নজরুলের কলম জানতে হলে
পড়বে “পুবের হাওয়া”।

ভাঙা গড়ার জীবন সবার
ব্যর্থে হই যে খানখান,
নজরুল জানবে শক্ত কত
পড়লে “ভাঙার গান”।

জীবনযাত্রা বড় এক দৌঁড়
থাকে ঘাত-প্রতিঘাত,
নজরুলকে জানবে তুমি আরো
পড়লে “শেষ সওগাত”।

আমরা ভাসি সুখের ভেলায়
ঢেউ-কল্লোলে হিল্লোল,
জানবে নজরুল কি আর কেমন
পড়লে “সিন্ধু হিন্দোল”।

কাঁধ-পিঠ পেতে সহ্য করি
হই না পার গণ্ডিরেখা,
জানবে নজরুল দ্রোহী কত
পড়লে “প্রলয় শিখা”।

কলমে সৌমেন দেবনাথ, যশোর, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here