আলোর রোশনাই মোড়া
  গোটা শহর,
 প্রতিনিয়ত রঙ্গিন আলো
   পড়ছে খসে,
সৌখিন শরীর জুড়ে উৎভাসিত
      হাজার রকমারী দাগ,
দীর্ঘ সময় জুড়ে,
বুক ভরা কষ্ট চেপে
 হাসি বিলিয়ে যাওয়া,
   ছোটো ছোটো প্রান,
প্রতিনিয়ত তাদের রঙ পাল্টায়
 বাহির হতে অন্তরে,
দাঁতের গোড়ায় লেগে থাকে
 ক্ষীন সুপ্ত হাসি,
বার বার নিষ্প্রভ হয় খিদের চোটে,
ফুলের মতো মুখ গুলো সব
 বেগুনি আলোয় এসে,
ক্ষমতা হারিয়ে আজ
 যেন নিস্তেজ হয়ে ফোটে,
চোখের কোনে জমছে কালি,
 তবুও মুখে রঙিন মুখোশ পরে,
আলোয় আলোয় ছুটে বেড়ায়,
 ঘরটা আজও অন্ধকার বলে….

কলমে অর্পন মাইতি, মোহনপুর ,পশ্চিম মেদিনীপুর



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here