একদিন ফুরায় এই পথ
একদিন শেষ হয় সব শপথ।
একদিন ফুরায় সব কথা
একদিন শেষ হয় মালা গাঁথা।
একদিন শেষ হয় তিক্ততা
একদিন সবে হয় সমতা।
একদিন পাখি উড়ে যায়
একদিন নীড় ভরে নির্জনতায়।
একদিন থামে যত ব্যস্ততা
একদিন শুরু হয় নীরবতা।
একদিন বহমান নদী শুকায়
একদিন সেই নদী ভরে বালুকণায়।
একদিন এইসব পথ হারায়
একদিন সব ভরে শূন্যতায়।
একদিন ফুরায় এই দিন
একদিন শুরু হয় আরেকটা দিন।
একদিন হেলাফেলা এইবেলা
একদিন স্মৃতিসুধায় ভরা বেলা।
একদিন বুকে রয় সেইদিন
একদিন কেটে যায় একদিন।