কেমন হতো !

1
1050
Photo : psychologicalscience

মিথ্যা ঢাকে সত্যি-র মুখ, মিথ্যা অনর্গল,
চোরের মায়ের বড় গলা, আর হরেক রকম ছল,
ভালো-র দ্বন্দ্বে মন্দ এলো, সৎ চেষ্টা বৃথা।
স্বর্গ- নরক, পাপ- পুণ্য, ও সব গল্প কথা।
দেব অসুরের যুদ্ধ আবার মাটির -স্বর্গে জাগে,
অমৃত আর বিষ ভাগে তাই সত্তর বছর লাগে,
দেশাত্মবোধ ফুটছে যখন মিথ্যা বুলির অঙ্গারে,
বন্দি থাকুক স্বদেশপ্রেম ক্রিকেট আর কাশ্মীরে,
মূর্খ তুমি স্বর্গে বাঁচো, আকাশ কুসুম কল্পনা,
তোমার রাজ্যে মানুষ রাজা, মিথ্যে ঢাকা ধর্ম না।
তোমার ভাবনা তোমার থাকুক, নিয়মে বাঁচুক সমাজ ,
বেঁচে থাকুক কাঁসর ঘন্টা, বেঁচে থাকুক নামাজ,
পাগল তোমার প্রলাপ যত, স্বপ্নে ভাব কেমন হতো!
মন্দিরে যদি আজান হতো মসজিদে হতো পূজা,
রক্ত মাংসে মা হতো যদি মাটি-র দশভুজা,
কেমন হতো বিপদের দিনে বন্ধু পাশে পেলে,
সব ধর্ম মিথ্যা করে মানুষ সত্যি হলে ?
পৃথিবী ভরা ভালোবাসা, আর আকাশ ভরা স্বপ্ন,
মানুষ হয়ে বাঁচত মানুষ, মানুষের-ই জন্য!

 

কবি পরিচিতি : শিল্পী দত্ত , সফটওয়্যার ইঞ্জিনিয়ার , ওহিও ,ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ভালোবাসেন ঘুরতে, রান্না করতে, সেলাই করতে এবং একই সাথে পড়তে ও লিখতে। অবসর সময় পড়তে বেশি ভালোবাসেন।তার কিছু লেখা ইন্দো-আমেরিকান ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।

1 COMMENT

  1. এক কথায় অনবদ্য। আমার লেখা একটা মজার গল্প পড়ে দেখতে পারেন। স্বাদে বিরিয়ানির মতো না হলেও ঘরোয়া খিচুড়ির পরিচিত স্বাদ পাবেন। \

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here