ব্যর্থ সব আবেগী কবিতা;
গভীর রাতের আঁধারে, জ্বলে ঐ সভ্যতার চিতা।
আজও, দিগন্ত জুড়ে সেই মর্মভেদী হাহাকার;
মেয়ে হারা মায়ের গোঙানি আর চিৎকার।
কীসের নিয়ম! কীসের নীতি!
ব্যারিকেডে ধাক্কা মেরে,ভেঙে ফ্যালো ‘হীরক-রীতি’।
হাতে-হাতে রেখে হাত,
বদলে দাও গোটা দেশের ছবি;
নারী তুমি গর্জে ওঠো, হয়ে ওঠো ‘ফুলনদেবী’।