গোঁবরগণেশ
গোঁবরগণেশ নাম টি তো নয়
গৌতম আসল নাম,
সেই নামেতে ডাকে কেন
ভাবছো ক্ষুদিরাম!
শোনো তবে আসল কথা
বলছি তোমায় খুলে,
গৌতম হলো হালদার পাড়ার
নাটা নেপালের ছেলে।
সংসারেতে কাজ নাই তাঁর
কেবল শুধু পড়া,
বছর ভরে মাষ্টার তাঁর
থাকে হিসাব করা।
তবু ছেলে পরীক্ষাতে
পাশ করে না মোটে,
বাবা একদিন সকালবেলা
ধরলো রাগের চোটে।
পারলো না তো বলতে কিছুই
ধরলো যেটা পড়া,
দশহাত মেপে শাস্তি দিলেন
প্রথম নাকে কড়া।
তার পরেতে চরাত্ চরাত্
মারলো বেতের বারি,
বললো রেগে গজগজিয়ে
গোবরগণেশ ধাঁরি।
সেই টা শুনে বললো পাড়ায়
পাশের বাড়ির ভোলা,
গোঁবরগণেশ নামটি তাহার
সেই থেকে হয় বলা।
প্রথম দেখা
প্রথম যেদিন তোমার সাথে
হলো আমার দেখা,
দুই নয়ণ আর হ্রদয় মাঝে
হলো গভীর লেখা।
সেই লেখাতে মোর জীবনে
কাব্য হলো সৃষ্টি,
তোমার ছবি দেখি হেথায়
যেদিক ফেরায় দৃষ্টি।
মোর কাব্যের প্রতি পাতায়
লেখা তোমার নাম,
তুমি ছাড়া শুন্য জীবন
শুন্য আমার ধাম।
তোমার হাঁসি স্বর্গ আমার
এই ভুবনের মাঝে,
তোমার কান্না নরক হয়ে
বিশ্বে মাদল বাজে।
সারাজীবন সুখে থাকো
রইলো আমার কামনা,
এই জীবনে তবে আমার
পূর্ন হবে বাসনা।