পেনের কালি ফুরিয়ে এসেছে।
একে একে রাত, না বলা কথার আসে
ভিড় জমায়, তাতে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে
তোমার মুখ, বলতে চাও কি কিছু?
প্রশ্ন করি? উত্তর আসবে কি ?
না। সেই থমকে থাকা , সেই না বলা
ক্লান্ত কি তোমার চোখ? কত গোধূলির অন্ধকার ওতে? দাও , দেখতে দাও আমায়।
কাতর চোখে হ্যাঁ ফুটে ওঠে, ঠোঁটে “না” লেগে
তবে কি এখানেই? এখানেই শেষ অপেক্ষা?
এই হাত ধরে থাকাই, এখন যা কিছু আমার
থাকবেনা তাও,
এইতো, এইতো মিলিয়ে আসছে
মিলিয়ে আসছে আলো, সে
ফুরিয়ে যাওয়া পেনের কালিতে,
সব হয়েছে লেখা, শুধু
বাকি থেকে গেছে “ইতি”
“শেষ” টুকু হয়নি লেখা
কলমে রোহিত দত্ত