বন্ধু কথা

0
853
Photo: bsgtimes

অন্তহীন কথা মনে,
মনের বাঁধন সীমাহীন-
না হোক দেখা প্রতিদিন,
তবু মনের আসন, চিরদিন।

বন্ধু সেই, যে দু:খে, সুখে
সদাই পাশে-
বন্ধু এমন;যে কাঁদলে কাঁদে-
হাসলে হাসে।

বন্ধু হয় সেই এক মন-
যে হৃদয়ে, ভালবাসা অফুরান –
বন্ধু এমন, যে দূরে থেকেও মনে রাখে,
দুটি দিন শুধু নয়, সারাটি জীবন।

বন্ধু সে তো, যে খুলেছে বন্ধ দুয়ার,
বন্ধু এমন, যে কাটালো মনের ভার।
বন্ধু সেই তো,যে এনেছে আজ,
অমানিশায়, আলোকিত রাত-
বন্ধু সে তো সত্যিকারের, যে এনেছে,
পরাধীন এই জীবনে,ঝোড়ো বাতাস
কাখিত এক মুক্তির স্বাদ।।

Dr Nilanjan Chatterjee

কবি পরিচিতি :  ডাঃ নীলাঞ্জন চ্যাটার্জী,পশ্চিমবঙ্গ .বিশিষ্ট আইনজ্ঞ,নট- নাট্যকার মিহির কুমার চট্টোপাধ্যায় ও সাহিত্য – শিল্প অনুরাগিনী নিয়তি চট্টোপাধ্যায়ের পুত্র নীলাঞ্জন চট্টোপাধ্যায় – এর সাহিত্য অঙ্গনে প্রবেশ কলেজ জীবনের প্রারম্ভেই।
সেই সময় থেকেই, “ভারতবর্ষ”, “দিশারী”  সহ নানা পত্রিকায় কবির, কবিতা প্রকাশিত হতে থাকে।
কবি, বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
পেশার বাইরে সেবামুলক কাজের জন্য স্থাপন করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
ডাঃ চট্টোপাধ্যায়ের চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত লেখা, সংবাদপত্রে ও “প্রসাদ” পত্রিকায়  ইতিপূর্বে অনেকবার প্রকাশিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here