এখনো বাকি নাগাসাকি !!!

এখনো বাকি নাগাসাকি _কৃষ্ণ বর্মন

4
2634
Photo CopyRight @ en.wikipedia.org

একটা মোটা মানুষের ভয়ে
আজো থরহরি কম্প গোটা বিশ্ব।
কি জানি কে কোথায় অতি গোপনে
লুকিয়ে রেখেছে ছোট্টো ছেলেটিকে।
প্রতিদিন সকালে একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা
আরেকটা দুর্বিষহ দুর্দিনের জন্য।

দুরত্বের দৌরাত্বে দৃশ্যগুলি ক্রমশ ক্ষীন।
চামড়াগুলির পুরুত্ব উপহাস করে নপুংশক পৌরুষত্বকে।
এখন আর তাপ লাগেনা গায়ে,
মনটা জুড়ে ভারখনায়স্ক।
যে জঠরে বড় হয় পঙ্গুত্ব
সেই বোঝে অদৃশ্য দহনে ফোস্কা পড়ার জ্বালা।

বাতাস তুমি বরং স্তব্ধ হও।
জল তুমি খাতকে শূন্য করে দিয়ে
ফিরে যাও চির স্হবিরতার উৎসে।
কি লাভ বলো আলো একটা বীভৎস মুখকে
প্রত্যহ আয়নার সামনে দাঁড় করিয়ে।

নাগাসাকি আজো নাগপাশে বন্দী
হিরোসিমায় সীমাহীন অন্ধকার
রাতের আঁধারের কবরে শায়িত নৃশংস ভোর
আজো মোটা মানুষের আতঙ্কে মৌণ মিছিল
আজো সেই ছোট্টো ছেলে দোসর।

— কৃষ্ণ বর্মন

Poet Krishna Barman

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .

 

 

 

 

এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন বাইশে-শ্রাবণ কেন-রে-মেয়ে  নারী-তুমি-প্রমান-দাও 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here