এক টুকরো মেঘ ফের আমার আকাশে ।

বহু পরিচিত মেঘ
আমাকে ভিজিয়ে স্নাত করেছে কখনো;
কখনো বিজলী চমকিত আকাশে
আমার ভয়াতুর মুখ দেখে
চুপিচুপি হেসেছে।

এক পংক্তি র বৃষ্টি
দীর্ঘ সময় একসাথে হাঁটার পর
জ্বর সর্দি লাগার ভয় দেখিয়ে পালাতো
বুঝি না ; কখনো এ বৃষ্টির সংলাপ
কখনো মনে হয় আপনি সম্বোধনে’র মাঝে
বৃষ্টি শুধু শ্রদ্ধা নিবেদন করছে
কখনো মনে হয় তুমি বলে
সহজ করছে তথ্যপ্রযুক্তির সম্পর্ক
হয়তো কাপড় দিয়ে চুলগুলো মুছে দেবে নচেৎ
একসাথে বসে চা , কফি কিংবা শুধুই
আড্ডা জমাবে সম্বোধনে’র রাত ।

আমার আকাশে এ মেঘের পথচলা বহু যুগ পর
ফের আমার আকাশে
সেই সংলাপে
সেই রংরুপে
কখনো মনে হয় তার প্রত্যেকটি কথা খোঁচা
ফের মনে হয় বৃষ্টির ফোঁটা নহলী কিংবা কাঁচা ।

এক টুকরো মেঘ ফের আমার আকাশে ।

কলমে সালাউদ্দিন আকবর, বশিলা, মোহাম্দপুর, ঢাকা, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here