আমাদের শান্তি চাই
ঝগড়া বিবাদ থাক,
আমার ‘মন্দির’ আর তোমার ‘মসজিদ’
এইটুকু তো ফারাক!
কার ‘আল্লা’ কার ‘ভগবান’
তর্কটুকু থাক,
কারো উপোস আর কারো রোজা
এইটুকু তো ফারাক!
কার মুখে রামের নাম
কে রহিমের ভক্ত,
অস্ত্র যখন ঘায়েল করে
ঝরে তো একই রক্ত!
কারোর মা, কারোর আম্মা
একই তো মায়ের ডাক;
মায়ের স্নেহ-ভালোবাসার
করতে পারো ফারাক ?
হিংসা লড়াই চাই না আর
শান্তি বজায় থাক,
আমার আকাশ তোমার আকাশ
করতে পারো ফারাক ?
ধর্ম ধর্ম করে কেন
জ্বালাও বিষের আগুন ?
ধর্ম নামের দোহাই দিয়ে
মানুষ করো খুন!
কিসের স্বার্থ চরিতার্থ
কিসের এত লোভ ?
ঝান্ডা হাতে দাঙ্গা করে
উগরে ফেলো ক্ষোভ!
সাম্প্রদায়িক হানাহানি
এবার নিপাত যাক,
কারো ‘গীতা’ আর কারো ‘কোরান’
এইটুকু তো ফারাক!
[…] মনের গল্পগল্পকার রবীন্দ্রনাথএইটুকু তো ফারাকফিরে […]