বায়বীয় প্রেমে মন ভরেনা,

দেহ শুষ্কই থাকে।

তবু তো থাকে সেই প্রেম!

     সেকি চির অপরিণত মনের লক্ষণ?

    কৈশোরে সে স্বপ্ন দেখে

    সৈয়দ মুজতবা আলী কে।

      মধ্য বয়সে কেন তার মন জুড়ে থাকে

         আইনস্টাইনের পৌরুষ দীপ্ত উদার হাসি!

       গণিতের সমীকরণ বোধগম্য নয় যার

        তাকে কেন টানে বিশেষ আপেক্ষিক তত্ত্ব;

        সাধারণ আপেক্ষিকতার প্রায়োগিক দিক!

          তাত্ত্বিক বিজ্ঞানীর মেধার টানে আসে প্রেম।

          বিজ্ঞানীর মানবিকতা,

          মানবজাতির ভবিষ্যতে ভরসায়,

       আনে তাঁর ঝাঁকড়া চুল আর প্রাণবন্ত চোখ

         অধরের আকর্ষণ,

        একটি চুম্বন ওই ঠোঁটে

         যদি রাখতে পারতো সে!

 

 

কলমে কৃষ্ণা চক্রবর্তীইছাপুর, পশ্চিমবঙ্গ

জন্ম ১৯৫২, ইছাপুর। কলকাতা ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা। ইছাপুর গার্লস হাইস্কুলের প্রাক্তন শিক্ষিকা। ধর্ম হিসেবে মানবতাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here