আমি দাঁড়িয়ে থাকি একটা বন্ধ দরজার এপাশে
ওদিকে বৃষ্টি নামে, কেউ গান গায় চেলো বাজিয়ে।
আমি ভাবি বৃষ্টির শব্দ ছাপিয়ে ভেসে আসা
তর্জমার কথা
আমি অপেক্ষা করি বন্ধ দরজার ওদিকে
এদিকে মৃত্যুর মতো স্তব্ধতা
আসলে দরজা নেই , মারাত্মক হ্যালুসিনেশন…
কলমে মীরা মুখোপাধ্যায়, শিমুরালী