মেঘ ভেঙে যেই জোছনা বেরোয়,
ফিরতে হলো তোমার কাছে
রাংতা মোড়া স্তব্ধ এ রাত–
মোম গলেছে তারার আঁচে।
নাম লেখা এক ব্যাসল্ট শিলার
জীবাশ্মে আজ মৃত্যু স্বাধীন
দলছাড়া এক ট্র্যাপিজ প্লেয়ার
হারিয়ে ব্যালেন্স, উগ্রবাদী–
তবুও নুপূর জলসাঘরে
সোমরসে ফের মিছেই মেশে,
টলছে নেশায় বেলোয়ারি ঝাড়
রাত পোহালেই, আসর শেষে !

কলমে বৈশালী মুখার্জ্জী, পশ্চিম বর্ধমান



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here