রোদ ঝলমলে সাগর বেলায়
নীল জলে ঢেউ মেতেছে খেলায়।
সাগরের সাথে এত কাছাকাছি
আমরা সবাই ওর সাথে আছি।
কথা কল্লোল শীতল দোলায়
উপলের সাথে ভেসেছে ভেলায়।
সীমা হারা মেঘ মোহনার কাছে
সূর্য র সাথে ভালই তো আছে।
আলো ঝিকমিক জোৎস্নার টানে
মেখলা লহরী ভেসে যায় গানে।
নীল রক্তিম সাগর বেলায়
শঙ্খ ঝিনুক গড়াগড়ি খায়।
ভূমি আর তৃনা দেখ কত দূরে
আমরা একটু দেখে আসি ঘুরে।
তোমরা সকলে আকাশের কোলে
মিষ্টি কথাতে কেন যাও গলে।
হোটেলের ঘরে দীপ ও কাজল
জমিয়েছে বেশ দুটোই পাগল।
সমীরন আজ মৃদু ও মন্দ
ঝেড়ে ফেলে দিল দ্বিধা ও দ্বন্দ্ব।
সন্ধ্যা তারা রা ফুটফুটে চোখে
খালি ঘুরে ঘুরে দেখছে যে ওকে।
এই শেষ দেখা তাও কত দূরে
ভুলতে কি পারি সব মনে পড়ে।