ধ্বংস হয়ে গেছি তোমার থেকে আলাদা হয়ে
কোনোরকমে বেঁচে আছি তোমার দেয়া যাতনা সয়ে
কিছু একটা গেছে খোয়া!
আজও ভুলিনি তোমার প্রথম ছোঁয়া
সবসময় করি প্রার্থনা যেন আমার সমস্ত সুখ তোমার হয়ে যায়
সবসময় করি বন্দনা যেন কষ্ট তোমার ঠিকানা খুঁজে না পায়
কেন চলে গেলে অভিমানে?
কেন ছুটে চললে মরীচিকার টানে?
কেন হয়েছিলো তোমার সাথে আমার দেখা
তার মূল্য দিতে গিয়ে আজ আমি একা।
প্রতিটি হ্নদস্পন্দনে তোমার নাম রয়েছে
যা সর্বনাশ হওয়ার তাই হয়েছে
থাকতে পারছি না তোমায় ছাড়া
আমার শত আকুতিতেও তুমি দাও না সাড়া
এ কোন অপরাধে আমায় দোষী সাব্যস্ত করলে?
বিদায় কথাটি কিভাবে বললে
আমার দুনিয়া সেখানেই গেছে থেমে
চারিদিকে এক ঘন অন্ধকার এসেছে নেমে
অশ্রুর মধ্য দিয়ে তুমি অবিরত পড়ছ গড়িয়ে
গোলাপের পাঁপড়িগুলো ডায়েরীর পাতায় এখনও আছে ছড়িয়ে
ক্ষতবিক্ষত হ্নদয় নিয়ে আছি তোমার প্রতীক্ষায়
জীবনের নতুন অধ্যায় শুরু করতে মন তো দেয় না সায়
আমি আর নেই আগের মত
জ্বলে পুড়ে ছাই হয়ে এখন আমি ভস্মীভূত
তুমি অনেক দূরে এটিই বাস্তবতা
তুমি বিনা বেঁচে থাকা কেন লাগে স্বার্থপরতা
যেখানেই যাই আমার মাঝে রয়ে যায় তোমার রেশ
তাই তো প্রতিমুহূর্ত নিজেকে করি নিঃশেষ

   কলমে কাশফিয়া নাহিয়ান, ঢাকা,বাংলাদেশ

কবিতার মাঝে খুঁজে পাই আত্মার টান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here