ছোট্ট সোনা এঘর ওঘর
রাখে মাত্ করে,
টলোমলো পায়ে হাটে
মনটা যায় ভরে।
কাণ্ড দেখে হাসি লাগে
মুখে আধো বল,
কারো কোলে যাবে না যে
চেনে মায়ের কোল।
নিজের জুতা রাখবে সেরে
বাবার জুতা পরে,
করবে খেলা আপন মনে
পেটটা থাকলে ভরে।
বাবাকে দেখলে দেবে ছুট
হাতের খেলনা ফেলে,
কত কথা বলবো তখন
মিলে বাবা ছেলে।
কাকার কোলে যাবে তখন
দিলে দুটো টাকা,
টাকা তুলে দেবে মাকে
দুষ্টু বড় পাকা।
এমন সোনা থাকলে ঘরে
বিরাজ স্বর্গ ছোঁয়া,
ছোট্ট সোনার জন্য সবাই
করবে অনেক দুআ।