গরিবের ধন ভরসা করে, ভিক্ষা পাত্র হাতে ধরে,
আদবদনে দাঁড়াবো না আর নিখিল বিশ্ব মাঝে,
উচ্চশিরে অহংকারে, প্রবেশ হোক বিশ্বের দরবারে
ভাগ্যে নয় জিতবো এবার আপন কর্ম-কাজে।
ভারতবর্ষ দ্রৌপদী নয়, যেন দূর্গা রূপেণ সহায়,
বল-ভরসা, মান-সম্মান – ধর্মরাজের পাশার দান?
দুষ্কর্মের দু:শাসন, মানুষ রুপি অসুর নিধন,
মরণ-বাঁচন পনে, শুধু স্বসম্মানের লড়াই।
অষ্টমার্গে হারিয়ে গেছে, শান্তির দূত বুদ্ধ।
ইতিহাস আজও নীরবে কাঁদে, ধ্বংস স্তূপের চিহ্ন,
অনু-পরমাণু মৃত্যু খেলায়, সভ্যতা নিশ্চিহ্ন,
হিংসার হাসি, মৃত্যুর জয়, জয়ের পর ও হারানোর ভয় ,
আপন জনের বিচ্ছেদ গাঁথা মহাভারতের যুদ্ধ।
আজকে যারা উপহাসে, বিজ্ঞের হাসি মুখ টিপে হাসে,
ব্যঙ্গকরে , টিটকিরি দেয়,অন্ধ জন জাতি,
বিন বাজিয়ে সাপ নাচায়, লখিন্দরের ভেলা ভাসাই,
কালো জাদু, তুকতাক, এই অন্ধকারেই দিন যাক,
জানুক তারা চাঁদের দেশে, মার্কিন চীন রুশের পাশে
সফলতার শিখর এ আজ ভারত প্রথম পংক্তি।
ঈশ্বর আমার মাটির পৃথিবী, জল, বায়ু , সূর্য- চন্দ্র, আকাশ,
আমার ঈশ্বর পঞ্চতত্ত্ব, কার্বন, সালফার, ফসফরাস।
বিজ্ঞান আমার হাতের মুঠোয়, ছুঁয়ে দেখছি চাঁদের ছটা,
আবার চন্দ্রাদেব কে নায়ক করেই আমার কর্বাচতের ঘটা।
বিশ্বাস আর বিজ্ঞান আমার এক ঘরেতেই থাক,
বিশ্বাস আমার জীবন্ত হোক, মূর্ত বাস্তবায়ন।
মূঢ়তা আর জ্ঞানের দ্বন্দ্ব এবার ঘুঁচে যাক,
জীবের মধ্যে প্রকাশ হোক শিব, আর নরে নারায়ণ।
ত্রস্ত নই, ভীত নই , হারায় নি বল মাথা তুলে দাঁড়াবার,
মেরুদন্ড সোজাই আছে, প্রমান হয়েছে, হবে আরো বহু বার।
আজকে আমরা বলতে পারি জগৎ জন সভায়,
আমার অন্দর-মহল আমি চিনি , ঘরের খবর আমি জানি,
আমার ঘরের খুঁটি-নাটি আমার-ই থাক মশাই।
অন্ন নাই, বস্ত্র নাই, নাই বাঁচার আশ্রয়,
অনাহার, দারিদ্য শুধু কি এটুকুই পরিচয় ?
ভারতবর্ষ বার্তা দিল চন্দ্রজানের রথে,
মহাকাশেও তার-ই নাম চাঁদের কক্ষপথে,
সাব্বাস দেশ, এগিয়ে যায়, বাঁচিয়ে রাখ, এগিয়ে থাকার জেদ,
ছাড় খোলস হীনতার আজ, ছাড় মিথ্যা খেদ,
গর্ব করো ভারতবাসী, কেন লজ্জায় ম্রিয়মাণ?
সময় হয়েছে উচ্চারণের, প্রাউড টু বি ইন্ডিয়ান।
কবি পরিচিতি : শিল্পী দত্ত , সফটওয়্যার ইঞ্জিনিয়ার , ওহিও ,ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ভালোবাসেন ঘুরতে, রান্না করতে, সেলাই করতে এবং একই সাথে পড়তে ও লিখতে। অবসর সময় পড়তে বেশি ভালোবাসেন।তার কিছু লেখা ইন্দো-আমেরিকান ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।
মৌসুমী,’ভাতের জন্য ই ইস্কুল’ ভালো লেগেছে। কবি কি শিল্পী দত্ত? তবে, সাধারণ ভাবে প্রতি লেখাতেই বানান সম্বন্ধে আরেকটু যত্নবান হলে ভালো হয়।হয়ত পোস্টের সময় গন্ডগোল হয়, খেয়াল রাখলে ভালো হয়_লেখালেখিরই জায়গা যখন! শেষে প্রশ্ন, এখানে লিখতে হলে কি করতে হবে?
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অবশ্যই আমরা খেয়াল রাখবো। লেখা পাঠাতে মেইল করুন monomousumi@gmail.com ।