শৈশবের চাঁদে লেগেছে আজ অকাল গ্ৰহণ,
অভাবের তাড়নায় কচি কাঁধে চাপে সংসারের কর্তব্য পালন।
পেটের টানে নিষ্পাপ কুঁড়ি সূর্যালোক দেখলো না।
ফুল হয়ে ফোটার আগেই পায় কঠিন শ্রমের যাতনা।
কাজের বোঝা মাথায় নিয়ে সারাটা দিন কাটে,
সামান্য ভুল, ত্রুটি হলেই একগুচ্ছ বকুনি জোটে।
স্কুলের পোশাক, নতুন বই আর খাতা, পেন্সিলের স্বপ্ন।
অধরা থাকে ইচ্ছাপূরণ, শুধু পায় অবহেলা ও অযত্ন।
শিশুশ্রম এক সামাজিক ব্যাধি,
এই কুপ্রথা নিরাময়ে উঠুক আওয়াজ।
প্রতিটা শিশু যেন পায় নিজের অধিকার,
তবেই গড়ে উঠবে এক সুস্থ্য সমাজ।
কলমে স্বাগতা কোনার, বর্ধমান
বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী সাহিত্য নিয়ে পড়াশোনা।শিক্ষকতা হল পেশা।ভ্রমণ হল নেশা।অবসর যাপনে প্রিয় বন্ধু হলো বই। মায়ের উৎসাহে ও কিছু শ্রদ্ধেয় মানুষের অনুপ্রেরণায় লেখার জগতে আসা।ভালোলাগার জন্য লিখি।ভালোবেসে লিখি।আপনাদের সবার স্নেহ ও আর্শীবাদ কে পাথেয় করে ও লেখনী কে সঙ্গী করে আরও এগিয়ে যেতে চাই।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941